মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোটস রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান প্রথম বিভাগ হকি লীগে গতকাল দ’ুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় বৈকালী সংঘ ১২-০ গোলের বিশাল ব্যবধানে উপশহর স্পোটির্ং ক্লাবকে পরাজিত করে। দিনের অন্য খেলায় প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র ২-১ গোলে ষষ্ঠিতলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘকে পরাজিত করে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন চন্দন, মামুন ও রাজন। তাদের সহযোগিতা করেন আশা। আজ কসমস স্পোর্টিং ক্লাব নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাবের এবং জাগ্রত সংঘ প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের মোকাবেলা করবে।