সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে জিয়াউর রহমান ( ৪০) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ দুই ভারতীয় নাগরিক আহত হয়। নিহত জিয়াউর রহমান গোমস্তাপুর উপজেলার পিড়াসন এলাকার মনসুর আলীর ছেলে।আহতরা হচ্ছে ভারতের মালদা জেলার রাজনগর এলাকার মৃত এজাবুলের ছেলে আব্দুল খালেক ও তার স্ত্রী সায়েরা বেগম। আজ রবিবার দুপুরে শিবগঞ্জে কানসাট হরিপুর করিম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, শিবগঞ্জে হরিপুর করিম বাজার এলাকায় কানসাট গামী সিএনজি গাড়ি সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিতে থাকা ৩ জন যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা ৩ জন যাত্রীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ভারতীয় দুই নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফাড করা হয়। ওসি আরো জানান, পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
সানশাইন/সোহরাব