বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বসুয়া এলাকায় মেরেঙ্গা বেগম (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মেরেঙ্গা বেগম বসুয়ার অচিনতলা এলাকার সেরাজ উদ্দিনের স্ত্রী। তবে কেনো তিনি আত্মহত্যা করেছেন তা পরিবারের লোকজন বলতে পারছেন না।
পরিবাবরের লোকজন জানান, ঈশার নামাজ পড়ে মেরেঙ্গা বেগম তার ঘরে যান। এসময় তার স্বামী সেরাজও মসজিদে নামাজ পড়তে যান। এর মাঝে মেরেঙ্গা বেগম নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন। পরে তার এক প্রতিবেশি নারী গিয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি বাড়ির অন্যদের বিষয়টি জানান। পরে লোকজন দরজায় গিয়ে পুনরায় তাকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ মেলে না। এক পর্যায়ে লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় মেরেঙ্গা বেগম গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে দ্রূত তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তারা জানতে পারেন মেরেঙ্গা বেগম মারা গেছেন।
স্থানীয়রা বলছেন, তিনি দেনায় জর্জরিত ছিলেন। পাওয়ানাদারদের চাপের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন এমনটা ধারণা করা হচ্ছে।