বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চলন্ত তেলবাহী ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১ টায় ওই ব্যক্তি পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনা গামী একটি তেলবাহী ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায় পৌঁছাতে ওই ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।