সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে লামিয়া (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া গোকুলনগর গ্রামের আবু বক্কারের মেয়ে।
স্থানীয় এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে খেলতে খেলতে পানিতে পড়ে ডুবে যায় লামিয়া। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামিয়ার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।


প্রকাশিত: জুলাই ৯, ২০২৩ | সময়: ৫:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ