সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে আগুনে পুড়লো কৃষকের বাড়ি, ক্ষতি পাঁচ লক্ষাধিক টাকা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে আব্দুর রাজ্জাক নামে এক কৃষকের বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা নিজেও দগ্ধ হয়েছেন।
এছাড়া গোয়ালঘরে থাকা একটি গরুর শরীরও আংশিক পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নদজোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
উপজেলার জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, বৃহস্পতিবার রাতে আব্দুর রাজ্জাকের শোবার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকস্মিক আগুন লাগে। আগুন দ্রুত পাশের আরো দুটি ঘরে ছড়িয়ে পড়ে।
এতে ওই কৃষকের বাড়ির তিনটি ঘর ও ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।


প্রকাশিত: জুলাই ৮, ২০২৩ | সময়: ৫:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ