রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ১০ মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। সাবেক চেয়ারম্যান আকবর আলী মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
শুক্রবার দুপুর দেড় টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আকবর আলী মন্ডলের বাড়ি মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামে।
মরহুম আকবর আলী মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।