রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ভালাইন ইউনিয়নের আয়াপুর এলাকার পাগলিতলা মণ্ডপের পাশের একটি ঘাসখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
আয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘পাগলিতলা মণ্ডপের কাছে আমার একটি ঘাসের খেত আছে।
শুক্রবার সকালে ছেলে রাজু আহমেদ সেখানে ঘাস কাটতে গিয়ে একজন নারীর মরদেহ দেখতে পায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থালে ছুটে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যা্ছে না।
সানশাইন/সোহরাব