মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে মাদক মামলায় অভিযুক্ত আসামিদেও নিকট হতে মোট ৩০.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
গত বুধবার রাজশাহী মহানগরীর মেট্রোপলিটন থানা ও আরএমপি’র গোয়েন্দা(ডিবি) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় তিনজন, রাজপাড়া থানায় তিনজন, চন্দ্রিমা থানায় একজন, মতিহার থানায় একজন, কাটাখালী থানায় একজন, এয়ারপোর্ট থানায় দুইজন,পবা থানায় একজন,কাশিয়াডাঙ্গা থানায় তিনজন, কর্ণহার থানায় তিন জন ও দামকুড়া থানায় একজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে আরএমপি সূত্রে জানানো হয়েছে।