বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের দক্ষিন সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইথেন এন্টারপ্রাইজের ব্যক্তিগত উদ্যোগে অভিভাবক ছাউনীর উদ্ধোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক ছাউনীর ফিতা কেটে উদ্ধোধন ও অভিভাবক সমাবেশের প্রধান অতিথি ছিলেন, ইথেন এন্টরপ্রাইজের স্বত্তাধিকারী, এফবিবিসিআইএর পরিচালক, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল সিআইপি।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান রিজভী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার প্রামানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল বিদ্যালয়ের নবনির্মিত অভিভাবক ছাউনীর শুভ উদ্ধোধন করেন এবং সবার মঙ্গল কামনায় মোনাজাত করেন। পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য পরিবেশিত হয়।