মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে মোট ১৪ জনকে আটক করেছে।
রাজশাহী মেট্রোপলিটন থানা পুলিশ এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে বোয়ালিয়া মডেল থানা, শাহমখদুম থানা ও কাটাখালী থানায় তিন জন, রাজপাড়া থানা ও মতিহার থানায় চার জন, এবং ডিবির অভিযানে সাত জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মাদকদ্রব্যসহ নয় জন, একজন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে চার জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২০১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে আরএমপি সূত্র জানায়।