মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ ( বিজিবি) । তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
সোমবার দিবাগত রাত ১ টার দিকে গোদাগাড়ীর মাটিকাটা ও চরআষারিয়াদহ নামক এলাকা থেকে ৩ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোদাগাড়ী ও পোলাডাংগা বিওপির টহল দল গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ও চরআষারিয়াদহ নামক এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
সানশাইন/সোহরাব