সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সকালের দিকে পৃথক বজ্রপাতের ঘটনায় এদের মৃত্যু হয়েছে।
সানশাইনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার তিন উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার প্রসাদপুর হঠাৎপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৫), ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চামা মুশরিভুজা গ্রামের আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০) ও একই উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে ওমর আলী (৫৮) এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া খাড়োপাড়া গ্রামের আব্দুস সাত্তার মেম্বারের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। এদের মধ্যে আনোয়ার হোসেন বজ্রপাতের সময় স্ট্রোক করে মারা গেছেন বলে থানা সূত্রে তথ্য পাওয়া গেছে।
প্রতিনিধিকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রহনপুর পৌরসভার প্রসাদপুর হঠাৎপাড়া মহল্লায় নিজ বাড়িতে বসে মোবাইল ফোন দেখছিলেন শরিফুল ইসলাম। এসময় বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জানতে পেরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারকে ৫ হাজার টাকা ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সদর উপজেলার জামতলা এলাকায় বজ্রপাতে মারা যান ওমর আলী নামের এক কৃষক। ওমর আলী ভোলাহাট উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে। ওমর আলীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।
অন্যদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের আনোয়ার হোসেন ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতের সময় স্ট্রোক করে মারা যান। এর আগে গত রবিবার বিকেলে মাঠে কাজ করার সময় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া খাড়োপাড়া গ্রামের জহুরুল ইসলাম বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন।
অন্যদিকে নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দোয়ারপাল গ্রামে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)। সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জব্বার ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে নিহত আব্দুল জব্বার ও আহত দুই যুবকসহ আরো অনেকে পূণর্ভবা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার পথে গোয়ালদহ নামক স্থানে পৌঁছালে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আব্দুল জব্বার ঘটনাস্থলে মারা যান।
আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। পোরশা থানার অফিসার ইনচার্জ জহুররুল ইসলাম বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।