মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে ৩২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তবে পুলিশের ধারণা, ওই নারী আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাড়িয়া নিংটিপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঙ্গুরা বেগম পাশ্ববর্তী লালপুর উপজেলার শোভ এলাকার মমিন কসাইয়ের স্ত্রী। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বলেন, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গরু বিক্রি করা নিয়ে কিছুদিন ধরে তার স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। তাই ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, মরদেহ ঘটনাস্থলে পাওয়া যায়নি।
নিহতের পরিবারের লোকেরা এসে কারও অনুমতি না নিয়ে লাশ নিয়ে গেছেন। রেল পুলিশ ও পাশ্ববর্তী থানায় খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।