রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বাজপাখির প্রতিকৃতি, পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে উপহার দিয়েছেন নিজের ব্যবহার করা বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসে পৌঁছান ভোর সাড়ে ৫টায়। কাকডাকা ভোরে ঢাকায় পা দিয়েই চলে যান তিনি নির্ধারিত হোটেলে। সেখান থেকে সকাল ৯টার দিকে চলে আসেন প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে। যেখানে আমন্ত্রণ জানানো হয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
ওই অনুষ্ঠানেই প্রতিনমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মাশরাফির সঙ্গে আড্ডা দিতে দেখা যায় এমিলিয়ানো মার্টিনেজকে। তখনই আর্জেন্টাইন এই ফুটবলারের হাতে উপহারসামগ্রী তুলে দেয়া হয়। মার্টিনেজের সঙ্গে আড্ডার পর মিডিয়ার মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক। তিনি বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।’
বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’ এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজাও। সঙ্গে নিয়ে এসেছেন মেয়ে হুমায়রা এবং ছেলে সায়েলকেও। ছেলে-মেয়ের সঙ্গে মার্র্টিনেজের ছবি তুলে দেন মাশরাফি। মার্টিনেজ নিজেও মাশরাফির ছেলে-মেয়ের সঙ্গে সেলফি তুলে নেন। এ সময় আর্জেন্টাইন তারকাকে উপহার হিসেবে দিয়েছেন নিজের পরা বাংলাদেশ দলের একটা জার্সিও।
মাশরাফি-মার্তিনেজ কয়েক মিনিটের কথোপকথনও হয়েছে সেখানে। সে রোমাঞ্চকর অভিজ্ঞতার বলেছেন মাশরাফি নিজেই। ‘ইন্টারভিউ নেওয়ার পর পলক ভাই আমাকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ওকে বলেছেন, আমি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এটা শুনে মার্তিনেজ বলল, বাংলাদেশে তো ক্রিকেট অনেক জনপ্রিয়। আমি বললাম, ক্রিকেট এখানে এক নম্বর খেলা, তবে এ দেশের মানুষ ফুটবলও অনেক পছন্দ করে।’
মাশরাফি নিজে যে আর্জেন্টিনার পাঁড় ভক্ত সে কথাও মার্টিনেজকে জানান। তিনি বলেন, ‘ওকে বলেছি আমি আর্জেন্টিনার ভক্ত। আমার একটা ভিডিও দেখালাম, বললাম বাংলাদেশে আর্জেন্টিনার তুমুল জনপ্রিয়তা, অনেক ভক্ত।’