রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে বোরহান কবির শপথ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান কবির পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর মিল্কিপাড়া এলাকার আবু সোলাইমান বাবলুর ছেলে।
মৃতের স্বজনরা জানান, শ্বশুর বাড়ি বেড়াতে এসে শখ করে গোলরক্ষক হিসাবে ফুটবল খেলতে গিয়েছিল সে। মাঠের এক পাশে বোরহান কবির একা থাকায় হটাৎ বৃষ্টি ও বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাতে নিহতের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।