মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গোসল করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আসাদুল হাওলাদার ভোলা (১৭) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ভোলা মিয়া দিয়াড়পাড়া মহল্লার মধু হাওলাদারের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ জানান, দুপুরে ভোলা বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করে বাড়ি ফিরছিল। পথে আকস্মিক বজ্রপাতে ভোলা গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।