শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল হোসেন তালুকদার (৬৩) নামে মোটর সাইকেল আরোহী এক বিসিআইসি সার ডিলারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে আহম্মেদপুর রাহেলা মেমোরিয়াল হাসপাতালের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন তালুকদার উপজেলার বালিয়া গ্রামের মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে। তিনি গোপালপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ওসি মাসুদুর রহমান জানান, সকালে আবুল হোসেন মোটর সাইকেল চালিয়ে বাড়ি থেকে আহম্মেদপুরে তার সারের দোকানে যাচ্ছিলেন।
পথে রাহেলা হাসপাতালের সামনে একটি দ্রুতগামী বাস মোটর সাইকেলসহ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।