বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ পৃথকভাবে দিবসটি পালন করেন। কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকালে নগরীর কুমারপাড়াস্থ মহানগর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজশাহীর স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, দফতর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে নগরীর রাণী বাজার এলাকায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটার আয়োজন করা হয়। এ সময় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।#
পবা উপজেলা: উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল মাননান, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বড়গাছী ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহাদত হোসাইন সাগরসহ আওযামী লীগ ও এর এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
তাহেরপুর : আলোচনা সভা ও কেক কেটে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে পৌরসভায় যথাযথ মর্যাদায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লবের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান এবং জেলা সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকার, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শরীফ আহমেদ, তাহেরপুর পৌরসভার কালেক্টর জাহাঙ্গীর আলম, তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, তাহেরপুর ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন ও সাধারন সম্পাদক কুরবান খাঁ প্রমূখ।
মান্দা: মান্দায় এ উপলক্ষে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আবদুল মান্নান ও আবদুল লতিফ শেখ, সহসভাপতি অনুপ কুমার মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মোর্শেদ, যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, শ্রমিক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, মহিলা যুবলীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা প্রমূখ। বড়াইগ্রাম: এদিন বড়াইগ্রাম পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেয়র ও জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাজেদুল বারী নয়ন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সেলিম হোসেন বক্তব্য রাখেন।
নওগাঁ: শুক্রবার বিকেলে শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, নির্মল নির্মল কৃষ্ণ সাহা, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা ও হাসানুল আল মামুনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিয়ামতপুর: নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাজার হাজার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাঠ থেকে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সজল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন।
মোহনপুর: বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সানজিদা রহমান রিক্তা, জেলা পরিষদ সদস্য দিলিপ কুমার সরকার তপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রুস্তম আলী প্রামাণিক, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, মৌগাছি ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, মৌগাছি ইউপি আওয়ামী লীগের সভাপতি সবুর মাস্টার প্রমুখ।
আদমদীঘি: এ উপলক্ষে সান্তাহার স্বাধীনতা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কছিম উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আব্দুল মতিন, সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিশরুল হামিদ ফুতু, জাহিদ আহসান পিয়াল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।