রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় গত বুধবার বিকেলে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে কালাম হোসেন (৫৫) নামে এক কৃষক গুরুত্বর আহত ও একই এলাকায় এক কৃষকের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের এক ষাঁড়ের মৃত্যু হয়েছে। আহত ওই কৃষকের বাড়ি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর গ্রামে।
কালাম হোসেন দুপুরে বাড়ির পাশে মাঠ হতে গরু নিতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে একই সময়ে দ্বীপনগর গ্রামের কৃষক এমরান আলীর একটি ষাঁড় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছে।