শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিষধর সাপের কামড়ে সাফা মনি নামের এক পাঁচ বছর বয়সী শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ইন্দইল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু। শিশু সাফা বানু উপজেলার ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের সাজ্জাদ হোসেনের মেয়ে।
স্থানীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে নানী বাড়িতে খেলছিল সাফা মনি। এ সময় বিষধর এক সাপ তাকে কামড় দেয়। তখন শিশুর চিৎকার এগিয়ে আসে বাড়ির লোকজন। এরপর তাকে উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।