বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে তিন নারী আহত হয়েছেন। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফজের আলীর স্ত্রী হামিদা বিবি (৭০), তার পুত্রবধূ রুবি বেগম (৪৫) ও গোলাপী খাতুন (৪০)। সোমবার দুপুরে জমি দখলের সময় বাধা দেওয়ায় মারধরের শিকার হন তারা।
ভুক্তভোগী মোবারক হোসেন জানান, ‘আমার বসতভিটা সংলগ্ন ভোগদখলীয় জমিতে হালচাষ করে ফলদ বাগান তৈরির প্রস্তুতি নিয়েছি। সোমবার দুপুরে আমরা বাড়িতে না থাকার সুযোগে নলকুড়ি গ্রামের ইউসুফ গংরা সেখানে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। বাধা দেওয়ায় প্রতিপক্ষরা আমার মা, স্ত্রী ও ছোটভাইয়ের স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এতে তারা গুরুতর জখম হন।’
এ প্রসঙ্গে প্রতিপক্ষের ইউসুফ আলীর সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।