নিয়ামতপুরে পশুর হাটে খাজনার নামে চাঁদাবাজি

নিয়ামতপুর প্রতিনিধি: আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সকল নিয়ম নীতি উপেক্ষা করে নওগাঁর নিয়ামতপুরে পশুর হাটে ইজারাদারদের দৌরাত্ম্য বেড়েছে। নিয়ামতপুরের ছাতড়াসহ অন্যান্য পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।
ছাতড়া পশুর হাটটি এক বছরের জন্য ৪ কোটি ৮২ লাখ টাকা তার উপর ১০ শতাংশ আয়কর ৪৮ লক্ষ ২০ হাজার, ১৫ শতাংশ ভ্যাট ৭২ লক্ষ ৩০ হাজার এবং ৫শতাংশ জামানত ২৪ লক্ষ ১০ হাজার সর্বমোট ৬ কোট ২৬ লক্ষ ৬০ হাজার টাকায় ইজারা নেন বগুড়ার সাজেদুর রহমান শাহীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে হাটটিতে প্রায় এক হাজার পাঁচশত গরু ও দুই হাজার ছাগল বিক্রি হয়েছে। এসব গরু ও ছাগল থেকে অতিরিক্ত প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা আদায় করা হয়েছে।
সোমবার সরেজমিন ওই হাটে গিয়ে দেখা যায়, উপজেলার কিষ্টপুর গ্রাম থেকে গরু কিনতে এসেছেন মজনু। তিনি একটি গরু নিয়েছেন। তিনি খাজনা বাবদ ৭শ টাকা দিয়েছেন। যিনি বিক্রয় করেছেন তার কাছ থেকে ইজারদার নিয়েছেন আরও ১শ টাকা।
এ প্রতিবেদকে মজনু জানান, হাটে গরুর দাম নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু খাজনা নিয়ে একটু সমস্যা হচ্ছে। গরু প্রতি সরকারি রেট ৫০০ টাকা নির্ধারিত থাকলেও আদায় করা হচ্ছে ৭শ’ টাকা আর যিনি বিক্রয় করতে এসেছেন তার কাছ থেকে নেওয়া হচ্ছে ১শ। গরু প্রতি ৩শ’ টাকা বেশি আদায় করা হলেও হাটের ছাড়ে কোন টাকা উল্লেখ করা হচ্ছে না। এ অনিয়মের বিষয়ে জানতে চাইলে ছাড় লেখক কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান তিনি।
উপজেলার ভবানীপুরের রক্ষি। তিনি ছাগল কিনতে এসেছেন। তিনি দুটি ছাগল নিয়েছেন। তিনি আরো জানান, আমি সাড়ে ৫ হাজার টাকা দিয়ে ছাগল নিয়েছি। অথচ খাজনা দিতে হলো ৪৫০ টাকা। সরকারের নির্ধারিত খাজনা ছাগল প্রতি ১৫০ টাকা থাকলেও ইজারদার অতিরিক্ত ৩শ টাকা বেশী নিচ্ছে। এবং যিনি বিক্রয় করতে এসেছেন তার কাছ থেকে আরো ২০ টাকা আদায় করা হচ্ছে।
মজনু এবং রক্ষির অভিযোগের সত্যতা পাওয়া গেল কিছুক্ষণ পরেই। হাটের প্রবেশ দ্বারে টেবিলে খাতা-কলম নিয়ে বিক্রি হওয়া গরু-ছাগলের ছাড় লেখার কাজ করছিলেন এক যুবক।
সাংবাদিক পরিচয় দিয়ে তার নাম জানতে চাইলে একটু বিচলিত হন তিনি। পরে বলেন, কথা বলার সময় নেই। তাছাড়া আমাদের কথা বলা নিষেধ আছে। যা বলার কর্তৃপক্ষকে গিয়ে বলেন।
সরকার নির্ধারিত খাজনার (টোল) চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ কুরবানির পশু কিনতে আসা ক্রেতাদের। একই সঙ্গে হাটের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এ ছাড়া নিয়ম থাকলেও উপজেলার কোনো পশুর হাটেই টাঙানো হয়নি সরকার নির্ধারিত টোল তালিকা। ফলে পশু কিনতে আসা ক্রেতারা অতিরিক্ত খাজনা দিতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত খাজনা আদায়কে কেন্দ্র করে রশিদ লেখকদের সঙ্গে প্রায়ই ক্রেতা-বিক্রেতাদের বাকবিতন্ডার ঘটনা ঘটছে।
উপজেলা প্রশাসনের হাটবাজার শাখা সূত্রে জানা যায়, প্রতিটি গরু ৫০০ টাকা ও প্রতিটি ছাগল-ভেড়ার জন্য ১৫০ টাকা টোল নির্ধারণ করা হয়। গবাদি পশুর ক্ষেত্রে শুধু ক্রেতা টোল দেবেন। শুধু ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম থাকলেও ছাতড়া হাটের ইজারাদারের লোকজন বিক্রেতাদের কাছ থেকেও গরু প্রতি ১শ টাকা এবং ছাগল ও ভেড়া প্রতি ২০ টাকা আদায় করছেন।
স্থানীয়রা জানায়, পশুর হাটকে কেন্দ্র করে নওগাঁয় গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেট জেলার বড় বড় হাট ইজারা নিয়ে নেয়। তারা সরকারী দলের বিভিন্ন পদের পরিচয় দিয়ে চলেন। এরপর একই কায়দায় নির্ধারিত টোলের চেয়ে সবখানেই বেশি টাকা আদায় করেন। বিশেষ করে দুই ঈদের সময় টোলের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ বাড়িয়ে আদায় করা হয়। অতিরিক্ত হারে টোল আদায় চললেও যেন দেখার কেউ নেই।
এ ব্যাপারে প্রশাসনের রহস্যজনক নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহলে। তারা এ অনিয়ম বন্ধের জন্য কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামনা করেন। গত সোমবার ছাতড়া হাটে প্রতিটি গরুর জন্য ৫’শ টাকার স্থলে ৮শ টাকা এবং প্রতিটি ছাগল ভেড়ার জন্য ১৫০ টাকার স্থলে ৪৭০ টাকা করে টোল আদায় করা হয়েছে। যা সরকার নির্ধারিত টোলের চেয়ে প্রতিটি গরু ৩শ টাকা এবং প্রতিটি ছাগল ভেড়া ৩২০ টাকা বেশি। প্রতি হাটে গরু, ছাগল ক্রয় করে খাজনার (টোল) টাকা দিতে গিয়ে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নাভিশ্বাস উঠছে।
ছাতড়া হাটের ইজারদারের প্রতিনিধি বলেন, আমি সরকারী নির্ধারিত খাজনায় আদায় করছি। তবে ঈদের কারণে একটি বেশী আদায় করা হচেছ। কারণ হাটটি অনেক টাকায় ইজারা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ বলেন, আমি গত সোমবারই জানতে পেরেছি। অতিরিক্ত খাজনা আদায় বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান পিএএ বলেন, বিষয়টি নজরে এসেছে। ব্যবস্থা নিচ্ছি।


প্রকাশিত: জুন ২১, ২০২৩ | সময়: ৪:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ