পবায় হরিয়ান ইউপি নির্বাচনে ৮৪ জন প্রার্থীই বৈধ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ-২০২৩ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮৪ জন প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ আসনে সদস্য পদে ৫৫ জন এবং সংরক্ষিত আসনে সদস্য পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সোমবার (১৯ জুন) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই সম্পন্ন হয়। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক উপস্থিত থেকে যাচাই বাছাই করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম, শাহমুখদুম থানা সাব ইন্সপেক্টর জাকির হোসেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আব্দুর রউফ, আতিকুর রহমান, জালাল উদ্দিন, জেবর আলী, মাসুম মোল্লাহ, আবুল হোসেন, মফিদুল ইসলাম বাচ্চু, হাজী মোহা: ওবায়দুর রহমান, আতিকুর রহমান, হাসান আহমদ।
সাধারণ আসনের সদস্য পদে ১ নং ওয়ার্ডে আব্দুল হান্নান, সাইদুর রহমান, আব্দুর রাজ্জাক আলী, লিলবর। ২ নং ওয়ার্ডে প্রার্থী ১০ জন। এরা হলেন রাকিবুল ইসলাম, নাজমুদ্দীন, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, আয়েন উদ্দীন, মাজদার হোসেন, জহুরুল ইসলাম, আসাদুজ্জামান, রাকিব হোসেন (মন্টু), ওমর ফারুক। ৩ নং ওয়ার্ডে প্রার্থী ৭ জন। এরা হলেন হায়দার আলী, কামরুজ্জামান পলাশ, নাসিম আহমেদ, আব্দুল আলীম, হাবিবুর রহমান, সুমন আলী, ইসরাইল আলী। ৪ নং ওয়ার্ডে প্রার্থী ৪ জন। এরা হলেন- আলমগীর হোসেন, শাহিনুর রহমান, ছাবের আলী, সাগর মন্ডল।
৫নং ওয়ার্ডে প্রার্থী ৭ জন। এরা হলেন- মোজাফফর, মোতাহার হোসেন, আক্কাছ আলী, আঃ রহমান, রনি আহম্মেদ, জিয়াউর রহমান, মুক্তার হোসেন। ৬ নং ওয়ার্ডে প্রার্থী ৭ জন। এরা হলেন- প্রার্থী আনসার আলী, শহিদুল ইসলাম, সোহেল রানা, মাহফুজুল, আঃ রাজ্জাক, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম। ৭ নং ওয়ার্ডে প্রার্থী ৬ জন। এরা হলেন- ওমর ফারুক, তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, ইসরাফিল হোসেন (সাদু), আলমগীর হোসেন, শিহাব শাহরিয়ার। ৮ নং ওয়ার্ডে প্রার্থী ৭ জন। এরা হলেন- মোস্তফা, জিয়াউর রহমান, রবিউল আলী, সহিদুল, রফিকুল ইসলাম (রাফাজ), মুসলেম উদ্দিন মোল্লা, নুহ আলী ও ৯ নং ওয়ার্ডে প্রার্থী ৩ জন। এরা হলেন- বোরজাহান আলী, আবু জাফর ইবনে আলম প্রমিজ, এসাদুল হক।
সংরক্ষিত-১ আসনে সদস্য প্রার্থী ৭ জন। এরা হলেন- আনোয়ারা বেগম, মুনজুরা বেগম, মোসাঃ মিরা, রোকিয়া বেগম, জোসনা বেগম, চাম্পা বেগম, রেশমা বিবি। সংরক্ষিত-২ আসনে সদস্য প্রার্থী ৬ জন। এরা হলেন- আমজা বেগম, নিলুফা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, আম্বিয়া বেগম, রোজিনা বেগম, রুপালী আক্তার রুপা ও সংরক্ষিত-৩ আসনে সদস্য প্রার্থী ৬ জন। এরা হলেন- খালেদা আক্তার, শাহনাজ খাতুন, গোলেমা বেগম, আসুরা খাতুন, কহিনুর বেগম, আফরোজা বেগম।
উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ২৬ জুন প্রতিক বরাদ্ধ। আগামী ১৭ জুলাই ৯ ওয়ার্ডের ৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই এ ৮৪ প্রার্থী তারা সকলেই বৈধ্য। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার জন।
এদিকে নির্বাচন উপলক্ষে প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন ভোটারদের দুয়ারে। হাট-বাজার ও মহল্লায় মহল্লায় নিজেদের জানান দিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিমিয় করে দোয়া ও ভালবাসা কামনা করছেন।


প্রকাশিত: জুন ২০, ২০২৩ | সময়: ৪:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ