রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে কিছুতেই থামছেনা অগ্নিকাণ্ডের ঘটনা। ফের উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর এলাকায় ফের দুটি পানবরজ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।
সোমবার দপুর আড়াইটার আগুনে ভস্মীভূত হয় পানবরজ দুটি। খবর পেয়ে স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত কৃষক আইয়ুব আলী ও শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে হঠাৎ তারা পানবরজে আগুন লাগার খবর পান।
এরপর গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তাদের দুজনের প্রায় ৯ পৌণ পানবরজ পুড়ে গেছে। এ ঘটনায় তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুর্গাপুরস্থ স্টেশন অফিসার আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। এ ঘটনায় কৃষকদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।