২৭৩ রানে দ্বিতীয় ইনিংস শেষ ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৮১

স্পোর্টস ডেস্ক: বার্মিংহামে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে লড়াই জমে উঠেছে বেশ। অস্ট্রেলিয়ার সামনে চতুর্থ ইনিংসে ২৮১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। চার সেশন আছে অসিদের হাতে।
দ্বিতীয় ইনিংসে ২৭৩ রানে গুটিয়েছে ইংল্যান্ড। ২ উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল তারা। মিডল অর্ডারের জো রুট (৪৬), অলি পোপ (৪৬) আর বেন স্টোকস (৪৩) চল্লিশের ঘরে গিয়ে আউট হয়েছেন। জনি বেয়ারস্টো ২০ আর মঈন আলি ১৯ রান করে সাজঘরে ফেরেন। ২২৯ রানেই ৮ উইকেট হারিয়েছিল ইংলিশরা। শেষ ২ উইকেটে আরও গুরুত্বপূর্ণ ৪৪ রান যোগ করে স্বাগতিক দল।
লোয়ার অর্ডারের ব্যাটাররাও দলের জন্য প্রানপণ চেষ্টা করেছেন। ওলি রবিনসন ২৭ আর জেমস অ্যান্ডারসন ১২ রান করেন। ১০ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ার পক্ষে ৪টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর নাথান লিয়ন।


প্রকাশিত: জুন ২০, ২০২৩ | সময়: ৪:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ