মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে ১৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সোমবার (১৯ জুন) যাচাই-বাছাইয়ে দু’জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এরমধ্যে উপজেলা যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইয়াসমিনের সমর্থীত ভোটারের স্বাক্ষর জাল এবং বাজুবাঘা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শরিফা খাতুনের ঋণ খেলাপীর দায়ে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা বেগম।
উল্লেখ্য সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে বাঘা উপজেলা পরিষদ গঠিত। ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে রিজিয়া আজিজ সরকার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৮ এপ্রিল মৃত্যুবরণ করায় এ পদটি শুন্য হয়। এই পদে ভোট গ্রহণ হবে ১৭ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ২৫ জুন। ৩১ মে নির্বাচন কমিশনের নির্দেশনায় রাজশাহী সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার আবুল হোসেনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বাঘা উপজেলা নির্বাচন কর্মকতা ফাতেমা খাতুন বলেন, চার প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই-এ দুই প্রাথী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন যে দু’জন রইলো তারা হলেন সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আলীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা এবং উপজেলা আ’লীগের সদস্য রিক্তা বেগম। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এরমধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।
সানশাইন / শামি