মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী জনাব এএইচ এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে শনিবার (১৭ জুন) বিকেলে ১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নির্বাচনী মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
নির্বাচণী সভায় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোখলেছুর রহমান মুকুল, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল রফ, সাধারণ সম্পাদক মোঃ রিপন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
এদিকে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।