সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়ে ১০ ঘর শেষ হয়ে গেছে। উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে মৃত মেহের আলীর ছেলে মজলু আলীর বাড়িতে আগুন লেগে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে রান্নাঘরের আগুন থেকে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে রান্নার সময় আগুনের সুত্রপাত হয় এবং মজলু আরীর বাড়ির ১০টি ঘরে থাকা দুইটি মোটরসাইকেল তিনটি ফ্রিজ ও নগদ অর্থসহ বাড়ীর সব আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের দাবী প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ খন্দকার আকবর আলী জানান, দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানানো হবে।