বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশনের আওয়ামীলীগের মেয়ল প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। মঙ্গলবার নগরীতে বিকেলে ৩০ নম্বর ওয়ার্ডের বিহাশ, ফ্লাই ওভার ব্রিজের নিচে, রেললাইন বুধপাড়া, মধ্যপাড়া বাইপাস, সাধারণ মানুষের দ্বারে দ্বারে, রাস্তার দুই পাশে দোকানে, ভোট প্রার্থনা করলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবু, রকিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, শাহীন আহমেদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কনক, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুম, জেলা যুবলীগ নেতা সেলিম শেখ, দেলোয়ার সাঈদীর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, কাটাখালি পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আব্দুর রহিম, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিলবর আলী, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম কালু, এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতার পিঙ্কি সাহা, সহজ পানি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।