মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভটভটি উল্টে ৮জন আহত হয়েছে। সোমবার ১২ জুন দুপুর সোয়া ১ টার দিকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের বারইপাড়া গ্রামে পাকা রাস্তার উপরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোলাহাট উপজেলার সুরানপুর এলাকা থেকে গরু ভর্তি একটি ভটভটি রহনপুর গরুর হাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ৪ জন গুরতর সহ মোট ৮ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন, উপজেলার তিলকি গ্রামের মকবুল হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম (৫০), মুনিরুল ইসলাম (৪০), সুরানপুর গ্রামের আরজেদের ছেলে ইউসুফ আলী (৪০), সানোয়ারের ছেলে সাবিরুল (৪০), মাসলুর ছেলে ইশা (৫০), আলাউদ্দিনের ছেলে আমিরুল (৪০), কুমিরজান গ্রামের নুরুর হকের ছেলে জিয়াউর রহমান (৫০), বিরেশ^রপুর গ্রামের আনগাতের ছেলে আব্দুল আলিম (৪৫)।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তুসার ও ডা. ওহিদা জানান গুরতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। বাঁকি ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।