মেয়র প্রার্থী লিটনের পক্ষে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার : রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামীম-এর উদ্যোগে রবিবার বিকেলে নগরীর ১৪নং ওয়ার্ডে উপশহর নিউ মার্কেট এলাকায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রচার মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজভী আহমেদ ভূঁইয়া, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন সহ ওয়ার্ড, মহল্লা কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ১২, ২০২৩ | সময়: ৫:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ