শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
কেশরহাট প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুর্ঘটনায় খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। নিহত সুকুমার মন্ডল (৫৫) নওগাঁ জেলার সদর থানার সতিস মন্ডলের ছেলে। শনিবার সকালে উপজেলার কেশরহাট বাজারের ধান হাটা এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এ তথ্য সানশাইনকে নিশ্চিত করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ।
এসময় ওসি জানান, শনিবার সকালে নওগাঁ থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কেশরহাটে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা একজন নিহত ও সাথে থাকা প্রায় ১০ জন আহত হয়েছেন।
তবে আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।