সর্বশেষ সংবাদ :

পান বরজে আগুন প্রতিপক্ষকে দুষছেন ক্ষতিগ্রস্তরা

কেশরহাট প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির মাখনপুর গ্রামে আগুন লেগে পান বরজ নষ্ট হয়ে গেছে। আগুনের খবরে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের এক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার দিবাগত গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে। পরদিন শনিবার সকালে প্রতিপক্ষ দুইজনের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পান বরজের মালিক নাজিমুদ্দিন বাদী হয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত মাখনপুর গ্রামের নাজিমুদ্দিনের সাথে একই গ্রামের রেজাউল করিমের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ রয়েছে।
পান বরজের মালিক নাজিমুদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত এক সপ্তাহ আগে প্রতিপক্ষের লোকজন আমার পটলের খেত নষ্ট করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে রেজাউল করিম। ওই শত্রুতার জের ধরে তারা এঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পান বরজের প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, পান বরজের মালিক দুজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: জুন ১১, ২০২৩ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ