বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি ঃ
মহাদেবপুরে মানবাধিকার গণতন্ত্র সুশাসন নারীর ক্ষমতায়ন ও এ্যাডভোকেসি বিষয়ক দুইদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ও ৭ জুন উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে দুইদিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করেন ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ম্যানুয়েল টুডু। বুধবার এ প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। ওয়েব ফাউন্ডেশনের মহাদেবপুর উপজেলা এ্যাডভোকেসি কমিটির সভাপতি ও সাংবাদিক মোঃ লিয়াকত আলী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, ওয়েব ফাউন্ডেশনের সহসভাপতি শিমা দাস, উজ্জল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক শংকর রবিদাস, স্বেচ্ছাসেবক কনিকা হাসদা, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। ওয়েব ফাউন্ডেশনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া সক্রিয় অংশগ্রহন প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষন কর্মশালায় উপজেলা এ্যাডভোকেসি কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহন করেন।
সানশাইন / শামি