রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল মহিষবাথান উত্তরা পাড়া ও রাজপাড়া মহল্লায় পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
মতবিনিময় ও প্রচারণা সভায় রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী, সাধারণ সম্পাদক তানভির হোসেন দুলাল, মহল্লা কমিটির আহ্বায়ক আবু তোরাব খান, সদস্য সচিব মাহবুবুর রহমান দুলাল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।