শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
জানা গেছে নজিপুর-ধামইরহাট সড়কের মোবারকপুর এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ দ্রুত তঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ৪জন ডাকাতকে আটক করে।
এসময় অন্যরা পালিয়ে গেলেও পরে শনিবার আরো এক জন ডাকাতকে আটক করে। আটক ডাকাতদের কাছ থেকে পুলিশ ডাকাতির সরঞ্জামাদী সহ বিদ্যুতের ট্রান্সফরমার চুরির যন্ত্রপাতি উদ্ধার করেছে।
আটক ডাকাতরা মহাদেবপুর উপজেলার রাইগা বামনকুড়ি গ্রামের রুহুল আমিনের পুত্র সাকিব হোসেন (২২), ধামইরহাট উপজেলার রসপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শাহিন(২৬),গা ঃড়া গ্রামের মৃত হুরমত আলীর পুত্র মোক্তার হোসেন (৩৬), পাটিআমলাই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র আসরাফুল ইসলাম (৩২) ও মহাদেবপুর উপজেলার বসাইল গ্রামের আব্দুল মান্নানের পুত্র মন্টু (৩৫)। এসময় পাটিআমলাই গ্রামের ইকাইয়ের পুত্র সামাদুল ইসলাম (৩৫), গগনপুর গ্রামের জাইদুল ইসলাম (৪০) এবং ধামইরহাট উপজেলার বিহারিনগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র সামসুল সহ আরো ৪-৫ জন পালিয়ে যায় বলে থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে রবিবার পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামিদের কোট হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।