শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
মান্দা নওগাঁ: নওগার মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক নারীসহ তিন জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হলুদঘর গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিপক্ষের মারপিটে আহতরা হলেন মাসুদ রানা (৪০), রিনা খাতুন (৩২) ও আব্দুল মালেক (৪২), তারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত আব্দুল মালেক জানান হলুদঘর গ্রামের সরকারি একটি পুকুর পাড় দিয়ে ২০ পরিবারের যাতায়াতের একটি রাস্তা রয়েছে। এই সরকারি সম্পত্তি দখল করে গ্রামের রেজাউল ইসলাম ও তার সহযোগীরা বেড়া দিয়ে ঘিরে রান্নাঘর নির্মাণের চেষ্টা করে। বাধা দেওয়ায় তারা আমাদের মারধর করে। এবিষয়ে রেজাউল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী জানান এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।