সর্বশেষ সংবাদ :

মান্দায় কয়েলের আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে পুড়ে গেছে এক কৃষকের বসতবাড়ি। পুড়ে মারা গেছে দুটি ও দুটি ছাগল। ছাই হয়ে গেছে ঘরের তালায় রাখা অন্তত ৭০ মণ বোরো ধান।
শনিবার রাত ১টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকউদয় নারায়ন গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের নাম হারুন অর রশীদ। তিনি ওই গ্রামের আবু বাক্কারের ছেলে।
কৃষক হারুন অর রশীদ জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে গোলায়ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশিদের চিৎকারে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখেন গোয়ালগরে আগুন জ্বলছে। আগুনে তাঁর দুটি শোবারঘরসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে যায়।
হারুন অর রশীদ আরও বলেন, আগুন দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া ঘরের তালাতে রাখা চার বিঘা জমির অন্তত ৭০ মণ বোরো ধান পুড়ে ছাই হয়েছে।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের চেষ্টা আগুন নেভানো হয়েছে। গোয়ালঘরে দেওয়া কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


প্রকাশিত: জুন ৫, ২০২৩ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ