শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই জাহাঙ্গীর আলমের পুকুরে অবৈধ বিদ্যুতে স্পৃষ্ট হয়ে রাব্বি হাসান মিরাজ (২২) নামে এক যুবকের মৃত্যুর পর মানববন্ধন করেছে স্থানীয়রা।
রবিবার সকালে মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন পশুর হাট থেকে বিক্ষোভ মিছিলটি সমগ্র বাজার এলাকা প্রদক্ষিণ করে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে জাহাঙ্গীরের ফাঁসির দাবি করেন নিহতের পিতা রাফিক ইসলামসহ স্থানীয়রা। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বাগাতিপাড়া মডেল থানার ও.সি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মামলাটি গ্রহণ করে আসামীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুন উপজেলার স্যানালপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে গুনার (জি.আই) তারের মাধ্যমে দেয়া বিদ্যুৎ স্পর্শ করে মিরাজের মৃত্যু হয়।