রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের ১ কোটি ৩১ লাখ ৯৬৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে তালন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন বাবুর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত তানোর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। ইউপি সদস্য আবুল হাসান, খালেদা বেগম, হযরত আলী। বাজেট সভা পরিচালনা করেন সচিব রাসেল রহমান। বাজেটে আয় ও ব্যায় সমপরিমান ধরা হয়েছে।