মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
কেশরহাট প্রতিনিধি: রাজশাহী জেলার মোহনপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৬ হাজার ৮’শ টাকা। আর আয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩৩ হাজার টাকা।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বার্ষিক বাজেট সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সানজিদা রহমান।
বাজেট সভায় ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা দাস, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ সকল দপ্তরের প্রধানরা, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, মৌগাছি ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, শরিফুল ইসলাম, সাংবাদিক স্বাধীন প্রমুখ।