শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
পুঠিয়া প্রতিনিধি: ঠাকুর ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিজয় সাহা (১৭) নামের এক কলেজ ছাত্র। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দিগ্রামের শাহাপাড়া নামক স্থানে। বুধবার সকাল ৯ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
পুঠিয়া অফিসার ইনচার্জ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন। নিহত বিজয় সাহা (১৭) ঐ এলাকার মন্টু সাহার ছেলে এবং বানেশ্বর সরকারি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।