সর্বশেষ সংবাদ :

তানোরে বিএমডিএর আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ করলেন চেয়ারম্যান ময়না

তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তানোর জোন অফিসের আয়োজনে জনসাধারণের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালে তানোর বিএমডিএ অফিসে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এসময় উপস্থিত ছিলেন, তানোর বিএমডিএ অফিসের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।এতে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ময়না বলেন, পরিবেশ রক্ষার জন্য সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। যার যেটুকু ফাঁকা জায়গা আছে সেখানেই গাছ লাগাতে হবে বলে সবাইকে গাছ লাগানোর আহবান জানান তিনি।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ৩০, ২০২৩ | সময়: ৯:০৭ অপরাহ্ণ | Daily Sunshine