বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার সকালে অভিযান চালিয়ে গাঁজার চালানসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম সালাউদ্দিন (২৮)। সে কুমিল্লা জেলার গোপালনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সকালে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী দেশ ট্রাভেলস’র একটি কোচে তল্লাশী চালায়। এ সময় ওই কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৮৫) থেকে ১০ কেজি গাঁজার চালান জব্দ করা হয়। এসময় বাসের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে গ্রেফতার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদ সালাউদ্দিন জানায়, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাচ্ছিল সে। পরে তাকে রাজশাহী নগরীরে বোয়ালিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।