শনিবার, ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
সেন্ট লুইস বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) রাজশাহী নগরীতে অবস্থিত সেন্ট লুইস বিদ্যালয়ে জাতীয় কবির ১২৪ তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কবি নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার ছবিতে পুষ্প মাল্য প্রদান এবং মোমবাতি প্রজ্বলন করা হয়। জাতীয় কবির জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সিস্টার ছন্দা রোজারিও, প্রশিক্ষক মেসবাহ উদ্দিন, মেন্টর থমাস বাস্কিসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মহিউদ্দিন মিঠু।