শনিবার, ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওর্য়াড কাউন্সিলরের শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) সন্ধ্যা ৭টায় নগরীর উপশহর এলাকায় ওর্য়াডের নাগরিকদের দ্রুত সেবাদানের উদ্দেশ্যে শাখা কার্যালয়টির ফিতা কেটে উদ্বোধন করা হয়।কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামলীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
এসময়, রাসিকের ১৪নং ওর্য়াড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, বোয়ালিয়া পশ্চিম আওয়ালীগ সভাপতি মো: আব্দুস সালাম, সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতনসহ থানা ও ওর্য়াড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া মাহফিল ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সানশাইন/সোহরাব