মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে বজ্রপাতে জামিল প্রামানিক (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জামিল উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর এলাকার মৃত আজাদ প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে আকাশে মেঘ করলে মেঘের মধ্যে নিহত জামিলসহ কয়েকজন একটি ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তোলার কাজ করছিলেন। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিলকে মৃত ঘোষণা করে। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।