রাজশাহী সীমান্তে হেরোইন ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে পদ্মার দূর্গম চর আষাড়িয়াদহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম রুহুল আমিন রুহুল (৪৯)। সে উপজেলার চর আষাড়িয়াদহ ্উনিয়নের সাহেব নগরের মৃত আমিনুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে পদ্মার দূর্গম চর আষাড়িয়াদহ চরে রুহুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি প্লাষ্টিক বাজার ব্যাগের মধ্যে থেকে ১ কেজি হেরোইন ও ১৮বোতল ফেন্সিডিলসহ তালিকাভুক্ত ব্যাবসায়ী রুহুলকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: মে ২১, ২০২৩ | সময়: ৫:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ