সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল ইসলাম। খবর পেয়ে শনিবার রাত ৯টায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন তাজবুল ইসলামকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক মেয়র। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।